ফ্যাক্টোরিয়াল এর অলি-গলি !!

কয়েকদিন আগে একটা প্রবলেম সল্ভ করতে গিয়ে একটা ধাক্কা খেলামপ্রবলেমে বলছে,factorial বের করতে হবে 1001 এর উপরে আমি প্রথমে খুশি এইটা কোন ব্যাপার রিকারসিভ function দিয়া করে ফেলব পরে করতে গিয়া খাইলাম ধরা আরে factorial নাম্বার বের হয় না কেন long,double নিলাম তারপরও দেখি কাজ হয় না পরে বুঝতে পারলাম এইভাবে factorial বের করা যাবে না array দিয়ে একটা অ্যালগরিদম আছে যেটা দিয়ে খুব সহজে অনেক large-number পর্যন্ত factorial বের করা যায়। যাই হোক অনেক কথা বললাম কোডে আসি, Recursive way তে ফ্যাক্টোরিয়াল বের করলে তার complexityO(n) মানে লিনিয়ার।  C তে array দিয়ে খুব সহজেই large factorial number বের করা যায়আবার জাভা তে  big integer  লাইব্রেরী দিয়েও বিশাল বিশাল ফ্যাক্টোরিয়াল  নাম্বার বের করা যায়,

যেমনঃ50!=304140932017133780436126081660647688443776415689605120000

00000000


আজ শুধু Recursive code টা দিলাম পরের পোস্টে জাভা এবং সি প্রোগ্রামে কিভাবে বিগ ফ্যাক্টোরিয়াল বের করা যায় তা বিশদ বর্ণনা করা হবে। 
  

  


#include<stdio.h>
int long long factorial(int long long n);
int main()
{
int long long n,a;
while(scanf("%lld",&n)==1){
printf("%lld\n",factorial(n));
}
}
int long long factorial(int long long n)
{
if(n<=0)
return 1;
n=n*factorial(n-1);
return n;
}
view raw factorial hosted with ❤ by GitHub