Linux সফটওয়্যার - GrooveOff

Linux এ গান ডাউনলোড করার জন্য একটি অসাধারন অ্যাপ্লিকেশান GrooveOff। অ্যাপ্লিকেশানটি কিভাবে ইন্সটল করবেন সেটাই বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের পোস্টে। 

প্রথমেই জেনে নেই GrooveOff এর কিছু functionality 

** With it you can search its huge database (thanks to a public api) for artists, songs and albums and save them on disk for offline playing. It provides easy to use filters by artists and albums. I embedded also a minimal player for songs preview/listening so you may decide to keep/reject them. 

শুধু মাত্র english বা হিন্দি গান নয় আমি নিজে অনেক বাংলা গানও ডাউনলোড করছি এই অ্যাপ দিয়ে এক কথায় বলতে গেলে খুব কাজের একটি অ্যাপ্লিকেশান। 




কিভাবে GrooveOff ইন্সটল করবেন ? 

এই লিঙ্কে http://qt-apps.org/content/show.php/GrooveOff?content=158258 যান এরপর আপনার লিনাক্স distribution অনুযায়ী GrooveOff সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। 

আমি যেহেতু উবুন্টু ১৪.০৪ - ৩২ বিট  ব্যাবহার করি সেহেতু আমি এটা ডাউনলোড করি 




ডাউনলোড করার পর .deb file টি ইন্সটল করলেই কাজ শেষ। 
.deb ফাইল ইন্সটল করার কয়েকটি পদ্ধতি আছে তার মধ্যে একটি হচ্ছে software center এ .deb ফাইলটি ওপেন করে ইন্সটল করা। তবে আমি এই পদ্ধতি ব্যাবহার করি না Gdebi package installer নামে একটি সফটওয়্যার আছে সেটি ব্যাবহার করে খুব সহজেই যেকোনো .deb file ইন্সটল করা যায় Gdebi  installer ওই সফটওয়্যার এর dependency package গুলো install নিজেই করে, সফটওয়্যারটি ইন্সটল করে ফেলে। 

Gdebi package installer ইন্সটল  করার জন্য ubuntu software center এ গিয়ে সার্চ বাড়ে Gdebi লিখুন তাহলেই পেয়ে যাবেন তারপর ইন্সটল করুন। এরপর যেকোনো .deb file ইন্সটল করার জন্য ওই ফাইলটি সিলেক্ট করে  Gdebi installer এ ওপেন করে ইন্সটল করুন। 


UNIX এবং কয়েকটি প্রাসঙ্গিক বিষয়

UNIX কি ?

UNIX হচ্ছে একটি Operating System যেটি কিনা AT&T Bell Laboratory তে Ken Thomson এবং Dennis Ritchie এর হাত ধরে(1969/1970) জন্ম লাভ করে।

UNIX এর প্রথম নাম ছিল “UNICS” সেখান থেকে “UNIX”Assembly language “UNIX” কে প্রথমে লেখা হয়, পরে (1973) আবার “সি” ল্যাঙ্গুয়েজে লেখা হয়। “সি” যেহেতু একটি পোর্টেবল language হিসেবে ডিজাইন করা হয় সেহেতু UNIX একটি পোর্টেবল OS

UNIX কে প্রথমে PDP-7 minicomputer এ রান করা হয় যেটির main memory ছিল মাত্র 9kb. পরে একে PDP-11 নামক মিনি কম্পিউটারে রান করা হয় সেটার অবশ্য বেশি ছিল 24kb.

UNIX একটি multitasking/ multithreading OS, মানে এক সাথে কতগুলো প্রোগ্রাম কে ইউজার background এ চালিয়ে রাখতে পারে যখন foreground এ আপনি কোন প্রোগ্রাম নিয়ে কাজ করছেন।

UNIX war এর পর UNIX এর কতগুলো vendor (AT&T Lab, Bekerly Computer System Research group (BSD), Sun Microsystem) তাদের নিজস্ব UNIX Distribution বাজারে ছাড়ে।

OpenBSD, NetBSD, FreeBSD.
Solaris,
Mac OS X (Certified UNIX/ Standard UNIX)
Unix Like OS: Linux, Mint, Debian, Red Hat, Fedora

UNIX এর প্রায় সব functionality-ই UNIX-LIKE OS এ পাওয়া যায়।

** পরবর্তী পোস্টে আশা করি UNIX/Linux এর কমান্ড নিয়ে একটি পোস্ট দেওয়ার ইচ্ছা আছে।