প্রোগ্রামিং সমস্যা বাংলায় (এউলার সমস্যা ০১)



সমস্যাঃ 10 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে হবে যেগুলো 3 অথবা 5 এর গুনিতক।( গুনিতক কি এইটা আবার জিগায়েন না)


সমাধানঃ 10 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1,2,3,4,5,6,7,8,9 এদের মধ্যে 3 বা 5 এর গুণিতক হচ্ছে 3,5,6, এবং 9এদের যোগফল 23।  

লজিক তো বুঝলেন এইবার কোড লিখে ফেলেন,নিজে নিজে চেষ্টা করেন, চিন্তা করেন প্রোগ্রামারদের কোন সমস্যা নিয়া রাত-দিন একাকার করে ফেলা একটা বড় গুন, তারপরও না পারলে নিচের লিঙ্কে একটা ক্লিক করেন।

সমাধান

euler problem overview (Download)


Euler problem #03: 600851475143 এর সর্বচ্চ প্রাইম factor (largest prime factor)