পিএইচপি কি,কেন?

Add caption
পিএইচপি(Hypertext preprocessor) এক প্রকার scripting Language পিএইচপি এর অধিকাংশ syntax সি,জাভা, পার্ল থেকে নেয়া হয়েসে, তাই সি/জাভা জানা থাকলে পিএইচপি শেখা সহজ হয়, তার মানে এই নয় যে, আগে সি শিখি তারপর পিএইচপি আমার পরিচিত অনেকে আছে পিএইচপি তে Boss কিন্তু সি এর কিছুই জানে না, কারন সে পিএইচপি তে শুরু করসে পিএইচপি তে শেষ করবে বলে মনে হয় কেননা একবার যে পিএইচপি কোড করার মজা পাইছে সে আর জীবনে সি/জাভা তে কোড করবে না।

পিএইচপি অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে syntax নিলেও পিএইচপি মটেও কোন দুর্বল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না,বরং কোন ক্ষেত্রে সি/জাভা থেকেও পিএইচপি এগিয়ে। পিএইচপি এর নিজস্ব কিছু শক্তিশালী feature আছে। পিএইচপি তে ৭০০ এর উপর built in Function আছে যেগুলা খুব কার্যকরী।

পিএইচপি মূলত server side language মানে পিএইচপি তে লেখা কোড গুলো শুধু মাত্র সার্ভারে execute হয়। পিএইচপি এমন ল্যাঙ্গুয়েজ যেটা visitor এর কাছে কখনই visual নয়।
পিএইচপি ব্যাবহার করা হয় ওয়েবসাইট Dynamic বানাতে, এখন web-2 standard এর প্রায় প্রতিটি ওয়েবসাইট ডায়নামিক, তাই পিএইচপি এর ব্যাবহার দিন দিন বাড়ছে, এছাড়া পিএইচপি জানা থাকলে Freelancing করাও সহজ হয়(ভাই ফ্রীলান্সিং কি?, গুগল আছে জাইনা নেন এত নাদান হইলে তো হয় না)।

পিএইচপি এর মত আরও অনেক server-side language আছে যেমনঃ ASP,JSP,Perl কিন্তু পিএইচপি এর মতো এত জনপ্রিয় আর কোন ল্যাঙ্গুয়েজ হয় নাই। পিএইচপি এর সবচেয়ে বড় বিজ্ঞাপন হচ্ছে প্রায় সব সার্ভারেই যেমনঃ MySql,Oracle,Sybase,Solid,ODBC,PostgreSql পিএইচপি তে লেখা কোড execute হয়। আবার পিএইচপি এর security খুব ভালো, পিএইচপি একটি open source ল্যাঙ্গুয়েজ।এইসকল কারনেই পিএইচপিকে প্রোগ্রামাররা খুব সহজ ভাবে নিয়েছে আর কোন language এমন আপ্যায়ন পেয়েছে নাকি আমার জানা নাই।